Site icon Jamuna Television

রাশিয়া থেকে ৩৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে ভারত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে অভিযানের পর রাশিয়া থেকে ‌৩৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে ভারত। জানা গেছে, মস্কোর ওপর ক্রমাগত আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে অপরিশোধিত রুশ জ্বালানি তেলের আমদানি বেড়েছে ৮ গুণ। খবর রয়টার্সের।

সোমবার (৩০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে রুশ অভিযানের পর ভারত রাশিয়া থেকে স্বল্পমূল্যে ৩৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে। এছাড়াও চলতি মে মাসে রাশিয়া থেকে আরও ২৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ভারত।

প্রসঙ্গত, ইউক্রেন চলমান রুশ অভিযানকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতের জন্য খুলে গেছে নতুন সুযোগ এনে দিয়েছে। ইউরোপের দেশগুলো যেখানে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে অনেকটাই অনাগ্রহী তখন ভারতের তেল শোধনাগারগুলো রাশিয়া থেকেই তুলনামূলক কম মূল্যে বিপুল পরিমাণ তেল আমদানি করছে।

/এসএইচ 

Exit mobile version