Site icon Jamuna Television

শাহবাগে ভবঘুরের ছুরিকাঘাতে হকার নিহত

রাজধানীর শাহবাগে ভবঘুরের ছুরিকাঘাতে এক ভ্রাম্যমাণ হকার নিহত হয়েছেন। সকাল দশটার দিকে শাহবাগের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে। নিহত নুরনবীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
এর সঙ্গে জড়িত খায়রুল নামের ওই ভবঘুরেকে আটক করেছে পুলিশ। শাহবাগে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট শিহাব জানান, নিহত নুরনবী ছুরি, কাঁচিসহ ছোটপণ্যের ভ্রাম্যমাণ বিক্রেতা। প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও শাহবাগের ফুটওভারব্রিজে বসেছিলো বেচা-কেনার জন্য। এসময় ওই এলাকার ভবঘুরে খায়রুলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরনবী যে ছুরি বিক্রির জন্য নিয়ে বসেছিলো সেখান থেকে একটি ছুরি দিয়ে নুরনবীর গলায় ছুরিকাঘাত করে খায়রুল। এসময় সার্জেন্ট শিহাব কয়েকজনকে নিয়ে দৌড়ে খায়রুলকে আটক করে।

Exit mobile version