মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুরের বৈরাণ নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) সকালে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে বৈরান নদীর পাশে অজ্ঞাত এই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্বার করে গোপালপুর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন সিআইডি ও পিবিআই তদন্ত করছে। ময়নাতদন্তের পরই জানা যাবে কবে এবং কীভাবে মৃত্যু হলো।
তবে লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সব যায়গায় খোঁজ লাগিয়েছি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসজেড/
Leave a reply