Site icon Jamuna Television

সরকারি চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে র‍্যাবের একটি দল রাজধানীর মিরপুর এবং মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া নিয়োগপত্র, জাল অফিস আদেশ ও সিল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত মো. হেলাল উদ্দিন প্রতারণা ও জালিয়াত চক্রের মূলহোতা। সে বিভিন্ন লোকের কাছে মোহাম্মদপুর থানার ওসি, কোথাও থানার এসআই হিসেবে নিজের পরিচয় দিয়ে আসছে। ইতোমধ্যে সে বিভিন্ন লোকের নিকট হতে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

ইউএইচ/

Exit mobile version