Site icon Jamuna Television

ইন্টার থেকে ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে পেরিসিচ

ছবি: সংগৃহীত

ইন্টার মিলান থেকে ফ্রি ট্রান্সফারে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরিসিচ।

দুই বছরের চুক্তিতে স্পার্স শিবিরে যোগ দিয়েছেন পেরেসিচ। ২০২০-২১ মৌসুমে টটেনহ্যামের বর্তমান কোচ আন্তোনিও কন্তের অধীনে ইন্টারের হয়ে সিরি আ’র শিরোপা জিতেছিলেন এই ক্রোয়াট। মূলত কোচ কন্তের চাওয়াতেই পেরিসিচকে দলে ভিড়িয়েছে স্পার্সরা। এই মৌসুমেও ইন্টারের হয়ে ৪৯ ম্যাচ খেলে ১০ গোল করেন পেরেসিচ।

২০১৫ সালে ইন্টার মিলানে যোগ দেন এই উইঙ্গার। মাঝে ২০১৯-২০ মৌসুমে ধারে বায়ার্ন মিউনিখেও খেলেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। বায়ার্নের হয়ে সে মৌসুমে চ্যাম্পিয়নস লিগসহ ইভান পেরিসিচ জেতেন বুন্দেসলিগা ও জার্মান কাপ।

আরও পড়ুন: মেসির খেলার ধরন বুঝতে সমস্যা হচ্ছে পিএসজির খেলোয়াড়দের: নেইমার

/এম ই

Exit mobile version