Site icon Jamuna Television

মেঘনা নদীতে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর মেঘনা নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে নামে মীর বাঁধন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টায় তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে দুপুর ১টায় পানিতে পড়ে নিখোঁজ হয় বাঁধন। নিহত মীর বাঁধন (১৯) সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মীর খোরশেদের ছেলে ও নরসিংদী শহরের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতো মীর বাঁধন। দুপুর ১টার দিকে তিন বন্ধুর সঙ্গে শহরের কাউরিয়া পাড়া এলাকার নতুন লঞ্চঘাটে মেঘনা নদীতে গোসল করতে যায় বাঁধন। এ সময় ঘাটের সিঁড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর ১০ মিনিটের চেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এদিকে রায়পুরার পান্থশালা ফেরিঘাটে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র আবির ইসলামের খোঁজ মেলেনি দুইদিনেও। সন্তানকে না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম।

ইউএইচ/

Exit mobile version