Site icon Jamuna Television

বাংলাদেশকে এক্সপার্ট হিসেবে নিতে চায় ওয়ার্ল্ড ব্যাংক: মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ফাইল ছবি।

বাংলাদেশকে এক্সপার্ট হিসেবে ওয়ার্ল্ড ব্যাংক এখন নিতে চায় বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার (১ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডেইরি আইকন সেলিব্রেশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের পদ্মা সেতু দেখে এখন আমেরিকার অ্যামাজনেও ব্রিজ নির্মাণ করতে চায় ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু পদ্মা সেতুর সময় টাকা না দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক বরং দুর্নীতির কথা বলেছিল বলে জানান মন্ত্রী। ডেইরি আইকন হিসেবে ৩৯ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এ সময় তাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

দেশে গুড়ো দুধ আমদানি না করে উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি এ সময় দুধের বহুজাতিক ব্যবহার তৈরি করার কথাও বলেন। সেই সাথে, দেশের উন্নয়নে সকলকে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: মানহীন প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

/এম ই

Exit mobile version