Site icon Jamuna Television

যশোরে ১৩ কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ, আটক ৬

উদ্ধ্বারকৃত স্বর্ণের বার ও আটককৃত ৬ চোরাচালানি।

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে ১৩ কোটি টাকা মূল্যের আরও একটি স্বর্ণের চালান জব্দ করেছে বিজিবি। স্বর্ণেরবারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। এ অঞ্চল দিয়ে পাচারকালে উদ্ধারকৃত এটিই বড় স্বর্ণের চালান বলে জানা গেছে।

বুধবার (১ জুন) ভোরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় তিনটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১৫ কেজি ৮শ’ গ্রাম ওজনের এই ১৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বেনাপোলে দুর্গাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), পুটখালী গ্রামের নাজমুল হোসেন (২৫), চাঁদপুর জেলার ঘাগড়া গ্রামের আরিফ মিয়াজী (৩৬), কুমিল্লা দাউদকান্দি উপজেলার নৈয়ার গ্রামের শাহজালাল (৩২), মাদারীপুরের বলশা গ্রামের আবু হায়াত জনি (২৮) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার রবিউল ইসলাম রাব্বি (২৯)।

এর আগে গত ২০ মে সকালে বিজিবি যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ শাহ আলম নামে একজনকে আটক করেছিল। উদ্ধারকৃত ওই সোনার দাম ছিল ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার বিকেলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. ক. শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারেন যে ঢাকা থেকে তিনটি প্রাইভেটকালে যশোরের বেনাপোল দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ শহরের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁদ পাতেন। ভোর ৪ টার দিকে পরপর মেরুন রংয়ের (ঢাকা মেট্রো-গ-২৬-৩৩৮৭), সাদা রঙের (ঢাকা মেট্রো-গ-২৬-৩৫-৭৫) ও (ঢাকা মেট্রো-ম-০০-৭০২৫) তিনটি প্রাইভেটকার তল্লাশি করে গোপন বক্স বসিয়ে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্যে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

এ সময় ৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, স্বর্ণেরবারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর সীমান্ত নিয়ে যাওয়া হচ্ছিল। কাজ শেষে ডলার নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল তাদের।

/এসএইচ

Exit mobile version