Site icon Jamuna Television

উইসিস পুরস্কার জিতেছে ডিজিটাল ভূমি কর ব্যবস্থা

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি কর ব্যবস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (উইসিস) পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নসহ (আইটিইউ) জাতিসংঘের বিভিন্ন সংস্থার আয়োজনে এই পুরস্কার দেয়া হয়।

মঙ্গলবার (৩১ মে) সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউয়ের সদর দফতরে এই পুরস্কার গ্রহণ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আইটিইউর মহাসচিব হাউলিন ঝাও ভূমিমন্ত্রীর হাতে উইসিস পুরস্কারের ট্রফি তুলে দেন।

এ সময় সাইফুজ্জামান চৌধুরী বলেন, উইসিস পুরস্কার অর্জন ভূমি মন্ত্রণায়ের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এই স্বীকৃতি আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

‘কল্যাণ, অন্তর্ভুক্তি ও সহিষ্ণুতার জন্য তথ্য প্রযুক্তি: টেকসই উন্নয়নে অগ্রগতি ত্বরান্বিত করার জন্য উইসিস সহযোগিতা’ শীর্ষক সম্মেলন চলছে জেনেভায়। তাতে যোগ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

/এমএন

Exit mobile version