Site icon Jamuna Television

সাংবাদিক কাজলের ৩ মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট

সংগ্রহীত ছবি।

ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (১ জুন) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি ম. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ৮ নভেম্বর ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা তিন মামলায় অভিযোগ গঠন করেন ঢাকা সাইবার ট্রাইব্যুনাল।

আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী ও সুমাইয়া চৌধুরী বন্যা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ২০২০ সালের মার্চে সাংবাদিক কাজলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন। সাংবাদিক কাজল বর্তমানে জামিনে আছেন।

/এমএন

Exit mobile version