Site icon Jamuna Television

৩৭ বছর পর ইন্দোনেশিয়াকে রুখে দিলো চোটে জর্জরিত বাংলাদেশ

গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় ৩৭ বছর পর ইন্দোনেশিয়ার সাথে ড্র করতে সক্ষম হয়েছে চোটে জর্জরিত বাংলাদেশ। সর্বশেষ ১৯৮৫ সালে কায়েদে আজম ট্রফিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজেরা।

বুধবার (১ জুন) ইন্দোনেশিয়ার বান্দুংয়ে শি জালাক হারুপুত স্টেডিয়ামে খেলতে নামে র‍্যাঙ্কিংয়ের ১৫৯ তম দল ইন্দোনেশিয়া ও ১৮৮ তম দল বাংলাদেশ। খেলার তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়তে পারতো বাংলাদেশ। কর্নার কিক কোনোরকমে ফিরিয়ে করে দলকে বাঁচান গোলরক্ষক জিকো। এরপরের ১০ মিনিটেই আরও দু’টি দারুণ সুযোগ পায় ইন্দোনেশিয়া। এ যাত্রাও বাঁচিয়ে দেন জিকো। শেষ পর্যন্ত জিকোর দৃঢ়তায়ই নিজেদের গোলবার সুরক্ষিত রাখে বাংলাদেশ।

এর আগে, ২০০৮ সালে সর্বশেষ ইন্দোনেশিয়ার সাথে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজেরা। আজকের ম্যাচসহ মোট সাতবার মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। যেখানে ইন্দোনেশিয়ার চার জয়ের বিপরীতে বাংলাদেশের অর্জন ১ জয় ও দুই ড্র।

ইন্দোনেশিয়ার সাথে খেলা শেষ, এরপর মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। সেখানে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া।

জেডআই/

Exit mobile version