Site icon Jamuna Television

জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া-রাহুলকে তলব করেছে ইডি

কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধীকে অর্থ পাচারের অভিযোগে দেশটির দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। ইডির পক্ষ থেকে বলা হয়েছে, মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাদের আর্থিক হিসাব চাওয়া হয়েছে। খবর এনডিটিভির।

তাদেরকে ইডির তলব করাকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক যুদ্ধ হিসেবে দেখছে কংগ্রেস। দলটির সংসদ সদস্য অভিষেক মানু সিংভি এক সংবাদ সম্মেলনে বলেন, অর্থ পাচারের কোনো প্রমাণ নেই।

/এমএন

Exit mobile version