Site icon Jamuna Television

প্রীতি ম্যাচে বিকেলে মাঠে নামছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার আতিথ্য নেবে ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে এই ম্যাচ।

এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল। কিন্তু সন হিয়ুন মিনের দলের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। মঙ্গলবার (১ জুন) অনুশীলনে ডান পায়ে চোট পান এই ফরোয়ার্ড। প্রীতি ম্যাচ হওয়ায় নেইমারকে নিয়ে ঝুকি নেয়া হবে না জানিয়েছে সেলেসাও টিম ম্যানেজমেন্ট।

এদিকে, নেইমার এই ম্যাচ মিস করলে একাদশে তার জায়গা নেবেন ফিলিপ কৌটিনিয়ো। এছাড়াও আক্রমণে রিচার্লিসনের সঙ্গী হবেন রাফিনহা কিংবা রদ্রিগোর মধ্যে যে কোনো এক জন। গোল পোস্ট সামলানোর দায়িত্ব নিয়ে মাঠে নামতে পারেন ম্যানসিটি কিপার এডারসন।

/এসএইচ

Exit mobile version