Site icon Jamuna Television

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুন) রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে ওই গ্রামের ইজিবাইক চালক আলম মন্ডলের স্ত্রী তসলিমা খাতুন মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ের বাড়ির পাশের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্বজনদের অভিযোগ, প্রতিবেশী মিজানুর ও হজরতের সাথে তাদের বেশ কয়েকদিন যাবত বিরোধ চলে আসছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা তাদের। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।

এটিএম/

Exit mobile version