Site icon Jamuna Television

চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৪, আহত ৪১

চীনে ৬ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪১ জন। বুধবার (১ জুন)
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু রাজ্যে এ ভূমিকম্প অনুভূত হয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিচুয়ান রাজ্যে। ভেঙে পড়েছে বহু কাঁচাপাকা স্থাপনা। বন্ধ হয়ে গেছে পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। বাসিন্দাদের উদ্ধারে প্রায় দেড় হাজার জনবল মোতায়েন করা হয়েছে। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, সমতল থেকে মাত্র ১৭ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। এ কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ভূমিকম্পের কয়েক মিনিটের মাথায় বেশ কয়েকবার আফটার শক হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার ছিল এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সিচুয়ান প্রদেশটি চীনের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এ প্রদেশটিকে দৈত্যাকার পান্ডাদের আবাসস্থল হিসেবেও মনে করা হয়। এছাড়া রাজ্যটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ।

এটিএম/

Exit mobile version