Site icon Jamuna Television

পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টারের এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজি আবু হাসান মো. তারিকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন মৌসুমী। মরদেহ বারান্দায় লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ কর্মকর্তার স্ত্রী সন্তান বাসার বাইরে ছিল।

রমনা থানার ওসি জানায়, প্রাথমিকভাবে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত মৌসুমীর গ্রামের বাড়ি টাঙ্গাইল।

ইউএইচ/

Exit mobile version