Site icon Jamuna Television

সোনিয়া গান্ধি করোনা পজেটিভ

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। হালকা জ্বরের সঙ্গে রয়েছে তার অন্যান্য উপসর্গও। গত কয়েকদিন ধরেই দলের বেশকিছু নেতার সঙ্গে বৈঠক করেছেন সোনিয়া গান্ধি। জানা যায়, তাদের মধ্যেও কয়েকজন আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই শারীরিক কিছু সমস্যা দেখা দেয় কংগ্রেস সভানেত্রীর। খবর জি নিউজের।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে সোনিয়া গান্ধি করোনা পজেটিভ রিপোর্ট পান। এদিকে, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, সোনিয়া গান্ধির প্রয়োজনীয় সমস্ত রকমের চিকিৎসা চলছে। তিনি আগের থেকে কিছুটা সুস্থ বোধও করছেন।

উল্লেখ্য, বুধবার মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধি এবং তার ছেলে রাহুল গান্ধিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে।

/এমএন

Exit mobile version