Site icon Jamuna Television

নান্নু-বাশারের দায়িত্বের মেয়াদ বেড়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৩ সালের জুন পর্যন্ত এ দুই নির্বাচক দায়িত্বে থাকবেন।

গত বছরই এ দু’জনের চুক্তির মেয়াদ শেষ হয়। ২০২২ সালে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তারা। বৃহস্পতিবার (২ জুন) বিসিবি পরিচালনা পর্ষদের সভায় নান্নু-বাশারের চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

এদিন তৃতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস।বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় তাদের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে, মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় গিয়ে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার কথা জানান মুমিনুল হক।

/এমএন

Exit mobile version