Site icon Jamuna Television

এলপি গ্যাসের দাম কমেছে

ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহম্পতিবার (২ জুন) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে দাম কমানোর কথা জানান বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় তিনি বলেন, সৌদি আরামকো ও সৌদি সিপি তাদের মূল্য সমন্বয় করায় ভোক্তাদের এখন ১২ কেজির সিলিন্ডার কিনতে হবে ১২ শ’ ৪২ টাকায়।

অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি সামান্য বাড়িয়ে ৫৭ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। সরকারি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। সরকারের এলপিজির সাথে সৌদি সিপির মূল্যের সংশ্লিষ্টতা থাকে না। নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

/এমএন

Exit mobile version