Site icon Jamuna Television

ভিসির সাথে আলোচনা ফলপ্রসু না হওয়ায় অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে দিলেন শিক্ষকরা

দাবিদাওয়া নিয়ে আলোচনা ফলপ্রসু না হওয়ায় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা। আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে ভাইস চ্যান্সেলরের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২ জুন) শিক্ষক নেতারা জানান, গত ৩১ মে শিক্ষক সমিতির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত সুনির্দিষ্ট তিনটি দাবি আদায়ের জন্য গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট সময়ের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

গতকাল রাতে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনটি দাবি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইউজিসি কর্তৃক প্রেরিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থপরিপন্থী হওয়ায় হুবহু বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে এজেন্ডাভুক্ত করা যাবে না। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে।

পারিতোষিকের হার পুনর্নির্ধারণ বিষয়ক কমিটি তাদের দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হার পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারিতোষিক পুনর্নির্ধারণের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে আসন্ন রিজেন্ট বোর্ডে পুনঃর্নির্ধারিত পারিতোষিক হারের বিষয়টি এজেন্ডাভুক্ত করতে হবে।

এবং উচ্চতর পদে আবেদনকৃত যে সকল প্রার্থী আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের বোর্ডগুলো সম্পন্ন করে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করতে হবে।

দাবিগুলো নিয়ে শিক্ষক সমিতি মাননীয় উপাচার্যের সাথে আলোচনায় বসে। তবে আলোচনা ফলপ্রসু না হওয়ায় শিক্ষক সমিতি উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আজ থেকে সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।

/এডব্লিউ

Exit mobile version