Site icon Jamuna Television

কাশ্মিরে এলোপাথাড়ি গুলিতে নিহত ২

ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড দেখলো ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির। বৃহস্পতিবার টার্গেট কিলিংয়ের শিকার হলেন এক ব্যাংকার এবং এক অভিবাসী শ্রমিক। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, রাত ৯টা নাগাদ বুদগাম এলাকার একটি ইটভাটায় হামলা চালায় অস্ত্রধারীরা। সেখানে কর্মরত দুই শ্রমিককে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। ঘটনাস্থলেই প্রাণ হারান বিহার থেকে কাশ্মিরে কাজ করতে যাওয়া দিলকুশ কুমার। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

একইদিন সকালে কুলগাম এলাকায় ব্যাংকার বিজয় কুমার আততায়ীদের হামলায় নিহত হন। দেহাতি ব্যাংকের ওই কর্মকর্তা ছিলেন রাজস্থানের বাসিন্দা।

গেল এক মাসে উপত্যকায় অস্ত্রধারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হলেন কমপক্ষে ৯ জন। তারা সবাই কাশ্মিরের বাইরের অধিবাসী এবং অমুসলিম। ন্যায়বিচারের দাবিতে মাঠে নেমেছেন সংখ্যালঘু কাশ্মিরিরা।

ইউএইচ/

Exit mobile version