Site icon Jamuna Television

আফ্রিকা অঞ্চলে খাদ্য সরবরাহ করতে আফ্রিকান ইউনিয়নের সাথে বৈঠক করবেন পুতিন

আফ্রিকা অঞ্চলে জরুরি খাদ্য সরবরাহ করতে আফ্রিকান ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

শুক্রবার (৩ জুন) নিজ বাসভবন শোচিতে বসবেন আলোচনায়। মূলত আফ্রিকার দেশগুলোতে সংকট তৈরি হয়েছে এমন খাদ্যশস্য ও সার সরবরাহ বাড়াতে কথা বলবেন তারা। একই সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার লক্ষ্যে করবেন আলোচনা।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞার জেরে রপ্তানি বাজার পুনরায় সচল করতে এ পদক্ষেপ পুতিনের। এ লক্ষ্যে বিকল্প হিসেবে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সাথে সম্পর্ক আরও জোরদার করবেন বলে মনে করছেন তারা।

এটিএম/

Exit mobile version