Site icon Jamuna Television

সৌদির খেজুর বাগান এখন নাটোরে

সারি-সারি আরবের খেজুর গাছ, চাষাবাদ হয়েছে নাটোরের মাটিতে। ফলনও এসেছে বেশ। দেশের মাটিতে চাষাবাদ করে সম্ভাবনার দুয়ার খুলেছেন দুই উদ্যোক্তা। গাছ আমদানি এবং বীজ থেকে উৎপাদন করে পেয়েছেন সাফল্য। গাছে ধরেছে থোকা থোকা খেজুর। নাটোরের এমন দুটি খেজুর বাগানে রয়েছে আজোয়া, সোকাইসহ ১০ প্রজাতির খেজুর।

নাটোরের মাঝদিয়া এলাকা। ২০১৮ সালে মরুর দেশ থেকে চারা সংগ্রহ করেন গোলাম নবী। গেল বছর অল্পকিছু ধরলেও এবার পেয়েছেন সাফল্যের দেখা। সদর উপজেলার করোটা গ্রামের আরেক চাষি মোবারক। তিনি বীজ থেকে সৌদি খেজুর গাছের চারা উৎপাদন করেছেন। এক বছরেই বাগানে দেখা মিলছে সুমিষ্ট এই ফলের।

সৌদির খেজুর বাগান দেশের মাটিতে। দুই কৃষি উদ্যোক্তার সাফল্য দেখে খুশি স্থানীয়রাও। প্রান্তিক পর্যায়ে চাষের আগে কয়েকবছর বাগানগুলোকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিলেন নাটোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর ফিরোজ।

/এডব্লিউ

Exit mobile version