Site icon Jamuna Television

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে আগ্রাসন চালানোর জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সহযোগী, অর্থ ব্যবস্থাপক, ব্যবসায়ীসহ একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তার ওপর আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা। কড়াকড়ির তালিকায় রয়েছেন বেশ কয়েকজন রুশ ধনকুবের।

এছাড়াও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন জাখারোভাও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এসব কর্মকর্তা এবং ধনকুবেরদের ব্যবহৃত বিলাসবহুল জাহাজেও। প্রমোদ তরীগুলির মধ্যে রয়েছে গ্রেসফুল, অলিম্পিয়া, শেলেস্ট এবং নেগা নামের ইয়ট।

এটিএম/

Exit mobile version