Site icon Jamuna Television

ছবিতে লুকিয়ে আছে একটি মস্ত বড় হাতি! খুঁজে বের করার চেষ্টা করুন

ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিচিত্র এই জঙ্গলের ছবি। ইদানীং ‘দৃষ্টিবিভ্রম’ বা অপটিক্যাল ইলিউশনের ছবি অজস্র পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে। মাঝেমাঝেই সেসব ভাইরাল হয়। এই ধরনের ছবি আমাদের মস্তিষ্ককে মুহূর্তের জন্য যেন স্তব্ধ করে দেয়। আর এবারেও এমনটাই ঘটলো।

ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে বন্দুকধারী একটি মানুষ জঙ্গলে শিকারে বের হয়েছেন। আর সেই জঙ্গলেই নাকি লুকিয়ে রয়েছে একটি হাতি। ভালো করে খুঁটিয়ে দেখেও সেই হাতিকে খুঁজে পেতে নাজেহাল হচ্ছেন নেটিজেনরা। কোথায় রয়েছে সেই হাতি- সেটাই প্রশ্ন। ছবিটি কার আঁকা তা নিয়ে বিতর্ক থাকলেও অঙ্কনের পদ্ধতি দেখে ধারণা করা যায় এটি বেশ পুরনো ছবি।

আপনি কি হাতিটি খুঁজে পেলেন? অনেকেই বলছেন, এই ছবিতে আদৌ কোনো হাতি নেই। ভালো করে খুঁটিয়ে দেখলেও সেই হাতির খোঁজ পাওয়া মুশকিল। ছবিটি সোজাভাবে না, উল্টো করে দেখুন। তবেই দেখতে পাবেন হাতিকে।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে আছে সেই হাতি। তাই তাকে খুঁজে পেতে আপনাকে দিতে হবে একটু বাড়তি মনোযোগ। আর যারা হাজার বার খুঁজেও পাচ্ছেন না হাতির হদিস, তাদের জন্য রইলো সমাধান।

ইউএইচ/

Exit mobile version