Site icon Jamuna Television

উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩ জুন) ভোররাতে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনস্থ বালুখালী বিওপির সদস্যরা মিয়ানমার সীমান্ত সংলগ্ন রহমতের বিল এলাকা থেকে ইয়াবার এই চালান জব্দ করে।

৩৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপির রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে ভোর রাতের দিকে কতিপয় ইয়াবা চোরাকারবারীরা সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। পরে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করলে তারা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি টাকা।

এসজেড/

Exit mobile version