Site icon Jamuna Television

মেসিদের নাচ দেখে নেইমার বললেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

ছবি: সংগৃহীত

বুধবার (১ জুন) দিবাগত রাতে ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে লা ফাইনালিসিমা জিতে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের এই দ্বৈরথ জিতে ড্রেসিংরুমে বাঁধভাঙা উচ্ছ্বাস করেছে আর্জেন্টিনা ফুটবল দল।

উল্লাস করতে গিয়ে দলটি জড়িয়েছে ব্রাজিলের নামও। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে ব্রাজিলকে খোঁচা মেরে করা সেই উচ্ছ্বাসের ভিডিও।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘ফুটবল ইজ আর্ট’ নামক একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার উদযাপনের সেই ভিডিও। আর্জেন্টিনার সেই উদযাপন একেবারেই ভালো লাগেনি ব্রাজিল দলের খেলোয়াড় ও পিএসজিতে মেসির সতীর্থ নেইমার জুনিয়রের। তাই পাল্টা খোঁচা মারলেন নেইমারও। সেই ভিডিওর নিচে মেসি, ডি মারিয়াদের কটাক্ষ করে নেইমার কমেন্ট করেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

নেইমারের সেই কমেন্টটি ভাইরাল হয়েছে মুহূর্তেই। যদিও পরে সেই মন্তব্যটি মুছে দিয়েছেন নেইমার।তথ্যসূত্র: দ্য ডেইলি মিরর।

আরও পড়ুন: উয়েফা নেশনস লিগে ডেনমার্কের মুখোমুখি ফ্রান্স, বেলজিয়াম খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে

জেডআই/

Exit mobile version