Site icon Jamuna Television

উখিয়ায় র‍্যাবের অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ০১

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ছব্বির আহমেদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (জুন ৩) ভোররাতে কোর্টবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় নুরুল ইসলাম মুনিয়া নামে একজন কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কোর্টবাজার এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে দু’জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ছব্বির আহম্মেদকে আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

এটিএম/

Exit mobile version