Site icon Jamuna Television

রানীর প্লাটিনাম জুবিলিতে কোথায় হ্যারি-মেগান দম্পতি?

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতার প্লাটিনাম জুবিলির আয়োজনে সেভাবে দেখা মিলছে না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের। আয়োজনের দ্বিতীয় দিন থ্যাংক্সগিভিং অনুষ্ঠানে লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে প্রকাশে দেখা মেলে ডিউক ও ডাচেস অব সাসেক্সের। কিন্তু এরপরই আর দেখা যাচ্ছে না এই দম্পতিকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই বিশাল আয়োজনের কোথায় তারা!

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আনুষ্ঠানিকতা থেকে দূরত্ব বজায় রাখছেন এ দম্পতি। এমনকি বৃহস্পতিবার (২ জুন) বাকিংহাম প্যালেসের বারান্দায় রাজ পরিবারের বাকি সদস্যদের সাথেও দেখা মেলেনি তাদের। বলা হচ্ছে, গণমাধ্যমের আলোচনা এড়াতেই জনসম্মুখে আসছেন না তারা। তবে প্লাটিনাম জুবিলির এ আয়োজনে হ্যারি-মেগানের যোগ দেয়ার মাধ্যমে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালে রাজপরিবারের পদবী ত্যাগ করার পর থেকেই রাজপরিবার নিয়ে গণমাধ্যমের প্রায় সকল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন হ্যারি-মেগান দম্পতি। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকছেন তারা।

আরও পড়ুন: ‘প্রতিটি মসজিদে শিবলিঙ্গ খোঁজার দরকার নেই’

/এম ই

Exit mobile version