নারায়ণগঞ্জ ও ফেনীতে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদক পাচারের সময় ফতুল্লায় উদ্ধার অভিযানে যায় তারা। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও ৩ টি বড় ছোরা উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা গেছে সে একাধিক মামলার আসামি পারভেজ বলে দাবি পুলিশের।
এদিকে, ফেনীর দাগনভূঞার খুশিপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মুছা আলম মাসুদ নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি মুছা আলমের বিরুদ্ধে দু’টি ধর্ষণ মামলাসহ ছয়টি ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।

