Site icon Jamuna Television

জাপানে জন্মহার হ্রাসের রেকর্ড

ছবি: সংগৃহীত

জাপানের জন্মহার রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে ২০২১ সালে। দেশটির সরকারি তথ্য বলছে স্মরণকালের মধ্যে গত বছরই জাপানে কম ছিল জন্মহার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২১ সালে জাপানে মোট ৮ লাখ ১১ হাজার ৬০৪ শিশু জন্ম নিয়েছে। বিপরীতে মৃত্যুবরণ করেছে ১৪ লাখ ৩৯ হাজার ৮০৯ জন শিশু। সবমিলিয়ে জনসংখ্যা ঘাটতি হয়েছে ৬ লাখ ২৮ হাজার ২০৫ জন। আর সব মিলিয়ে টানা ছয় বছর ধরে জাপানি নারীদের উর্বরতার হার কমেছে ১.৩ শতাংশ। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রতিবেদন অনুযায়ী, দ্রুত বুড়িয়ে যাওয়া দেশগুলোর মধ্যেও জাপান অন্যতম। সম্প্রতি তাই তারুণ্য সঙ্কট দেশটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতিতেও।

/এসএইচ

Exit mobile version