Site icon Jamuna Television

ইভিএম মানেই আঙ্গুল তোমার, টিপে দিবো আমি: বাঁশখালীর সেই আওয়ামী লীগ প্রার্থী

পাঁচ দিনের মাথায় আবারও বিতর্কিত মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো:

পাঁচ দিনের মাথায় আবারও বিতর্কিত বক্তব্য দিয়েছেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। এবার তিনি বলেছেন, ‌‌‘আমরা বললে সুষ্ঠু, আমরা না বললে অসুষ্ঠু। ইভিএম মানেই আঙ্গুল তোমার, টিপে দিবো আমি।

শুক্রবার (৩ জুন) মুজিবুলের এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি সিকদারপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন মুজিবুল। সমাবেশে মুজিবুল হক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, এখানে সুষ্ঠু করি আমরা, অসুষ্ঠুও করি আমরা। আমরা বললে সুষ্ঠু, না বললে অসুষ্ঠু। যেদিকে যায় সেদিকে।

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে মুজিবুল বলেন, পৌরসভার ভোটের সময় আমাকে এক বিএনপি নেতা ফোন দিয়েছিল। সে বলল, ও ভাই আমাকে গালিগালাজ করছে। আমি বললাম, কী জন্য কথা বলছ বাবাজি, বাদ দাও। সে বলে, কেনো সুষ্ঠু ভোট হবে বলেছে। আমি তাকে বললাম, সুষ্ঠু ভোট হবে তোমাকে কি লিখিত দিয়েছে সরকার? সে জিজ্ঞেস করে, কেন ইভিএমে ভোট হবে? আমি বললাম, ইভিএম মানে কি জানো? তোমার আঙুল আমি টিপে দেব, এটাই হলো সুষ্ঠু ভোট।

তিনি আরও বলেন, মুসলমানের কাজ হলো একজন নামাজ পড়বে, পেছনে আরও পাঁচ হাজার মানুষ নামাজ পড়বে। এত মানুষের ভোট দেয়ার দরকারও নেই।

এর আগে, ২৮ মে এক নির্বাচনী সভায় মুজিবুল হক বলেছিলেন, ভোটকেন্দ্রে টিপ দেওয়ার জন্য তার লোক থাকবে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্বাচন কমিশন থেকে তাকে কারণ দর্শাতে বলা হয়। এ ছাড়াও জেলা প্রশাসক ও পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে পৃথক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।

/এসএইচ

Exit mobile version