Site icon Jamuna Television

খাবার পানির তীব্র সংকটে মহারাষ্ট্র

খাবার পানির তীব্র সংকটে রীতিমত হাহাকার চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। পুকুর, টিউবয়েল কিংবা কূপ, কোথাও মিলছে না পানি। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে কূয়ায় নেমে পানি তুলছেন এক নারী। বাসিন্দারা বলছেন, গ্রীষ্মকাল আসলেই পানির সংকটে পড়তে হয় লাখ লাখ মানুষকে। প্রতিকারে রাজ্য সরকার কোনো ব্যবস্থাই নেয় না বলে অভিযোগ তাদের।

প্রতিদিন নিয়ম করে গভীর কূপে নেমে দুবেলা পানি সংগ্রহ করেন ভারতের মধ্যপ্রদেশের এক নারী। জীবন বাজি রেখে তার এমন সংগ্রামের ভিডিও রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়। খাবার পানির তীব্র সংকটে তার মতো আরও অনেকেই প্রতিদিন এমন ঝুঁকি নিচ্ছেন। এক কলসি পানির সন্ধানে হাঁটতে হয় গ্রামের পর গ্রাম। তবুও মেলে না পর্যাপ্ত পানি। কারণ, খরায় নেমে গেছে কূপ বা টিউবয়েলের পানির স্তর। শুকিয়ে গেছে পুকুরও। তারা বলছেন, রান্না তো দূরের কথা খাওয়ার পানিই জোগাড় হয় না।

যদিও মধ্যপ্রদেশের রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দুই বছরের মধ্যে প্রত্যেকেটি গ্রামে মিলবে সাপ্লাই বা ট্যাপের পানি। অথচ, খাবার পানির জন্য লাখ লাখ মানুষের হাহাকার।

কয়েক সপ্তাহ ধরেই পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানাসহ আরও কয়েকটি রাজ্যে বিশুদ্ধ পানি তীব্র সংকট। মহারাষ্ট্রে পানির জন্য সড়ক পর্যন্ত অবরোধ করেছেন এলাকাবাসী।

/এডব্লিউ

Exit mobile version