Site icon Jamuna Television

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মো. আবু তালহা (৮) নামের এক মাদরাসা ছাত্র মোটরসাইকেল চাপায় মারা গেছে। শুক্রবার (৩ জুন) রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তালহা উপজেলার ২ নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, তালহা চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বের হলে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মোটরসাইকেলের নিচে চাপা পড়ে। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় তালহা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বরিশাল নিয়ে যাওয়ার পথে মারা যায় তালহা।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/

Exit mobile version