Site icon Jamuna Television

ফেসবুক লাইভে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা

লালমনিরহাটের হাতীবান্ধায় এক শিক্ষার্থীকে ফেসবুক লাইভে এসে মারধরের ঘটনায় মামলা করেছেন তার বাবা। মারধরের পর নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান লিখনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

লিখন জানায়, কিছুদিন আগে স্কুলে হামলা চালায় সিফাত, জয়সহ স্থানীয় কয়েকজন। এ নিয়ে গত বৃহস্পতিবার (২ জুন) বিকেলে সালিশি বৈঠক হলে তাদের নাম বলে দেয় লিখন। পরে বৈঠক শেষে তাকে পাশের মাদ্রাসায় ডেকে নেয় অভিযুক্তরা। সেখানে তাকে মারধরের সময় ফেসবুকে লাইভও করে তারা। লাইভ দেখে সেখানে ছুটে আসেন স্থানীয়রা।

মারধোরের ভিডিও শুক্রবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version