Site icon Jamuna Television

রাজধানীতে দেবরের হাতে বিধবা ভাবি খুন, অসহায় সন্তানেরা

বামপাশে নিহত ভাবি, ডানপাশে আটক দেবর সেন্টু।

রাজধানীর শ্যামপুরে ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দেবর। মাত্র ছয় মাস আগে তিন সন্তান ও স্ত্রীকে রেখে মারা যান  ওই মহিলার স্বামী। এবার মায়ের মৃত্যুর পর শিশু সন্তানদের আর কেউ রইলো না।

পুলিশ জানায়, জুরাইন এলাকার একটি বাসায় সকালে ছুরি আর বটি দিয়ে নাজমা বেগম নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করে দেবর সেন্টু। এই ঘটনায় আরও এক ভাই ও তার স্ত্রী আহত হয়েছেন। ভাই মারা যাওয়ার পর ভাবির সাথে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিলো দেবর সেন্টুর সাথে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো বলে জানিয়েছে প্রতিবেশিরা।

ছয় মাসের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে নির্বাক শিশু সন্তানরা। ঘাতক দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ।

আরও পড়ুন: প্রিন্সিপালের পদত্যাগ চান আইডিয়াল কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীরা

জেডআই/

Exit mobile version