Site icon Jamuna Television

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালক মোজাম্মেল হোসেনকে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আজ শনিবার (৪ জুন) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানান।

সফিকুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নান্দাইল চৌরাস্তা হতে যাত্রীবেশে মোজাম্মেলের সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ময়মনসিংহ শহরে এসে সময়ক্ষেপণ করে একদল ছিনতাইকারী। এক পর্যায়ে চালক মোজাম্মেলের বাবা ফরিদ মিয়াকে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শ্বাসরোধ করে হত্যার পর মোজাম্মেলের লাশ উপজেলার আঠারোবাড়ি সড়কের মৃগালী এলাকায় ফেলে রাখে তারা।

আরও পড়ুন: কর্মস্থলে যোগ দেয়া হলো না সেনাসদস্য সাহেব আলীর, বাসচাপায় প্রাণ গেলো সড়কেই

তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঈশ্বরগঞ্জ উপজেলার আবু রায়হান, মোজাম্মেল হোসেন ও জিয়াউর রহমান নামে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আসামিরা হত্যার দায় স্বীকার করেছে বলেও জানান তিনি।

জেডআই/

Exit mobile version