Site icon Jamuna Television

সোনিয়ার পর এবার করোনা পজেটিভ প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত।

ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর পর এবার করোনা পজেটিভ হওয়ার খবর দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার (৩ জুন) এ খবর প্রকাশ্যে আসে। মায়ের করোনা শনাক্ত হওয়ার একদিন পরই নিজের করোনা পজেটিভ হওয়ার খবর দিলেন এই নেত্রী। খবর এনডিটিভির।

শুক্রবার নিজের ভেরিয়ায়েড টুইটার অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা লেখেন, করোনার সামান্য উপসর্গ আছে আমার, আমার শরীরে করোনা শনাক্ত হয়েছে। সমস্ত নিয়ম মেনে আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা নিরাপত্তার জন্য দ্রুত জরুরি পদক্ষেপ নিন।

এর আগে দলীয় নীতি নিয়ে আলোচনার জন্য লখনৌয়ে দুই দিনের সফরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে সেই সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফেরত আসেন বলে জানিয়েছেন কংগ্রেসের এক নেতা।

উল্লেখ্য, বুধবার মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে।

এসজেড/

Exit mobile version