Site icon Jamuna Television

আগামীকাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

৪শ ১৫ যাত্রী নিয়ে আগামীকাল রোববার (৫ জুন) থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। করোনার প্রাদুর্ভাব কাটিয়ে দুই বছর পর মুসল্লিদের পদচারণায় মুখর চিরচেনা রুপে ফিরেছে আশকোনা হজ ক্যাম্প।

যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবার শিডিউল বিপর্যয় হবে না বলে আশাবাদী সংশ্লিষ্টরা। রোববার সকাল ৯টায় ৪১৫ জন যাত্রী নিয়ে হজ ফ্লাইট রওনা দেবে। চাঁদ দেখা সাপেক্ষে ৯ জুলাই পবিত্র হজ পালিত হওয়ার কথা। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন।

হজে যাচ্ছেন এমন বেশ কয়েকজন জানিয়েছেন তাদের অনুভূতির কথা। করোনা মহামারির মাঝে হজ পালনে বিলম্ব হলেও এবার যে যেতে পারছেন, সে ব্যাপারে স্বস্তি প্রকাশ পেয়েছেন তাদের কথায়। আবার, এত মানুষের মধ্যে প্রথম ফ্লাইটে সুযোগ পেয়ে কৃতজ্ঞতাও ঝরেছে কারো কারো কণ্ঠে।

হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, সকাল ৯টায় হজ যাত্রীদের নিয়ে আমাদের প্রথম ফ্লাইট উড়ে যাবে সৌদি আরবের উদ্দেশে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৪১৫ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে।

আরও পড়ুন: প্রিন্সিপালের পদত্যাগ চান আইডিয়াল কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীরা

Exit mobile version