Site icon Jamuna Television

মেজর পদে পদোন্নতি পেলেন জীবন যুদ্ধে হার না মানা কানিজ ফাতেমা

কানিজ ফাতেমাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তার ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে পদে পদে। অদম্য মনোবল দিয়ে প্রতিবন্ধকতা জয়ের এক অসাধারণ উদাহরণ এখন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কানিজ ফাতেমা। জীবন যুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমা সম্প্রতি পদোন্নতি পেয়েছেন মেজর পদে।

শনিবার (৪ জুন) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সকল ফরমেশন কমান্ডারদের উপস্থিতিতে কানিজ ফাতেমাকে মেজর পদবীতে ‍উন্নীত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দেশ সেবার এক বুক স্বপ্ন নিয়ে ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন কানিজ ফাতেমা। ১৮ সেপ্টেম্বর ২০১২ প্রশিক্ষণ চলাকালীন এক দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যায় মেজর কানিজের। এ দুর্ঘটনার পর তার পক্ষে সেনাবাহিনীর কঠোর ও সুশৃঙ্খল স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।

কিন্তু, অকুতোভয় ও হার না মানা এ নারী দেশরক্ষায় কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সেনাবাহিনী তার অদম্য উদ্দীপনাকে সম্মান জানিয়ে সব বাধা উপেক্ষা করে ৬৯ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন প্রদান করে।

পরবর্তীতে, কানিজ ফাতেমা হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করলেও নিজের মানসিক শক্তি এবং সহকর্মীদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পালন করে আসছেন। সেনাবাহিনী কর্তৃক একজন অকুতোভয় নারীর প্রতি এ বিরল সম্মাননা দেশের প্রতিটি নারীর অগ্রযাত্রায় সর্বদা অনুকরণীয় এবং ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ২০০০ সাল থেকে সেনাবাহিনীর নিয়মিত বাহিনীতে সর্বপ্রথম নারী অফিসারদের নিয়োগ প্রদান শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সাল থেকে নারী সৈনিকের সংযোজন, নারী অফিসারদের ইউনিট কমান্ড প্রদান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ পদে নারী অফিসারদের নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপে দেশে ও সেনাবাহিনীতে নারী উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে।

/এসএইচ

Exit mobile version