Site icon Jamuna Television

মেগা প্রকল্পের প্রশংসা না করে ‘বকাউল্লাহরা’ বকে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের মাধ্যমে সরকার দেশকে এগিয়ে নিচ্ছে। অথচ এর প্রশংসা না করে ‘বকাউল্লাহরা’ বকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (৪ জুন) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চা দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের ১৮ জেলার অর্থনীতি পাল্টে যাবে। কর্ণফুলী টানেলে অর্থনেতিকভাবে লাভবান হবে চট্টগ্রাম অঞ্চল। চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, শেখ হাসিনার নির্দেশনায় উত্তরাঞ্চলে চা শিল্পের বিকাশ হয়েছে। সেখান থেকে বছরে দেশে কোটি কেজি চা পাওয়া যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ২০ দিন পর পদ্মা সেতু উদ্বোধন হবে। আমাদের জাতীয় জীবনে এক বড় ধরনের পরিবর্তন আসবে। বলা হচ্ছে, প্রায় ১.৬ শতাংশ জিডিপি বৃদ্ধি ঘটবে। এসবই হচ্ছে। পাশাপাশি একটু বেশি বেশি বলা হচ্ছে যে, এই সরকার কাজ করতে পারছে না।

আরও পড়ুন: প্রিন্সিপালের পদত্যাগ চান আইডিয়াল কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীরা

/এম ই

Exit mobile version