Site icon Jamuna Television

এই সরকারের অধীনে কোনো দল নির্বাচনে যাবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে না।

শনিবার (৪ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময়, সরকার হটাতে যুদ্ধে নামতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, এজন্য নেতাকর্মীদের সাহস ও মনোবল রাখতে হবে।

দ্রব্যমূল্য না কমলে দেশের জনগণই সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। যারা বিএনপি ও জিয়াউর রহমানের সমালোচনা করে তারা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থতা ঢাকতে এসব করে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগ করলে চোর হয়, নাকি চোরেরাই আওয়ামী লীগ করে; এ প্রশ্ন মুখে মুখে: রিজভী

/এম ই

Exit mobile version