Site icon Jamuna Television

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে জ্বললো ল্যাম্পপোস্ট

আজ পরীক্ষামূলকভাবে জ্বালানো হয়েছে পদ্মা সেতুর ল্যাম্প পোস্ট।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ল্যাম্পপোস্ট প্রজ্জ্বলন করা হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেল ৫টা ৪০ এর দিকে মাঝ নদীতে সেতুর ১২ নং স্প্যানের ল্যাম্পপোস্টগুলো জ্বালানো হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

জানা গেছে, ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় গত ১৮ এপ্রিল। পদ্মাসেতুর ৩৬-তম স্প্যানে সর্বশেষ ল্যাম্পপোস্টটি স্থাপনের মধ্য দিয়ে সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শেষ হয়েছে।
 
প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত সাড়ে ৯৪ ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ শতাংশ। মূল সেতুর বাকি থাকা ১ ভাগ কাজের মধ্যে ক্যাবল লেইং, রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলমান আছে। এছাড়া গ্যাস পাইপলাইনের কাজ ৯৯.২৫ শতাংশ ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইনের কাজেরও ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন পদ্মা সেতুর সড়ক পথ উদ্ধোধনের পর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেয়া হবে।

/এসএইচ

Exit mobile version