Site icon Jamuna Television

ত্রিশাল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সকালে নজরুল একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান।

ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’ ৮৬ জন সদস্য। গত ৬ মাসে প্রতিরোধে ব্রিগেডের সদস্যরা ৬৮টি বাল্য বিয়ে বন্ধ করেছে। বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

Exit mobile version