Site icon Jamuna Television

বাংলাদেশ-ভারতের ওপর নির্ভর করছে দক্ষিণ এশিয়ার শান্তি: দোরাইস্বামী

বিক্রম কুমার দোরাইস্বামী।

বাংলাদেশ ও ভারতের শান্তির ওপর দক্ষিণ এশিয়া অঞ্চলের সামগ্রিক শান্তি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার (৪ জুন) দুপুরে জাতীয় জাদুঘরে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার অধীনে সমুদ্র সীমানা সংক্রান্ত ইস্যু সমাধান হয়েছে। বিদ্যমান বাকি ইস্যুগুলোও ধারাবাহিকভাবে সমাধান হবে।

ভারতীয় হাইকমিশনার এ সময় বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপমহাদেশের জন্য অবিস্মরণীয় ঘটনা। ’৭১ এর যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র হয়েছে, তা ধরে রাখতে হবে।
/এমএন

Exit mobile version