Site icon Jamuna Television

বাজেট অধিবেশন শুরু কাল

ফাইল ছবি।

আগামীকাল রোববার (৫ জুন) বিকেল ৫টায় শুরু হবে একাদশ জাতীয় সংসদের ১৮তম অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।

২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে এ অধিবেশনে। আগামী ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন।

এবারের অধিবেশনে উত্থাপনের জন্য শনিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। এগুলো হলো বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল।

/এমএন

Exit mobile version