Site icon Jamuna Television

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও যানজটে ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কুমিল্লার চান্দিনার মাধাইয়া থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে। মাধাইয়া থেকে ঢাকামুখী এবং নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে চট্টগ্রামমুখী এই যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

গতরাতে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে গাড়ির স্বাভাবিক গতি বিঘ্নিত হয়। শনিরআখরা থেকে মেঘনা ঘাট পর্যন্ত বিশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এছাড়া রোজা উপলক্ষে পণ্যবাহী ট্রাক চলাচল বৃদ্ধি ও দুই লেনের তিনটি সেতুর কারণে মহাসড়কে যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Exit mobile version