Site icon Jamuna Television

ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় এমন সংবাদ প্রচারে সতর্ক হতে তথ্যমন্ত্রীর অনুরোধ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

প্রতিবেশী দেশ ভারত নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয় এমন সংবাদ পরিবেশনের বিষয়ে আরও সতর্ক হতে সাংবাদিকদের অনুরোধ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই এসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলন ‘কানেকশনস ২০২২’ এবং বাংলাদেশ-ভারত সম্পর্কভিত্তিক রিপোর্টিং পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি।

এ সময় ভারত বিরোধিতা নিয়ে রাজনীতি করার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন ইতিহাসের স্বর্ণালী সময় পার করছে। বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো মৌলিক বিষয়ে বিরোধ নেই জানিয়ে তিনি বলেন, সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে কাজ করছে দু’দেশের সরকার।

এ অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন নিয়ে করা সেরা ৩ প্রতিবেদনের জন্য পুরস্কার দেয়া হয়। ২০১৯-২০২১ সালের সেরা প্রতিবেদনের জন্য পান নিউজ টুয়েন্টিফোরের টিম আন্ডারকভার, প্রথম আলোর প্রতিবেদক রাহিদ এজাজ এবং নিউজ নাও এর প্রতিবেদক শামীমা দোলা।

/এমএন

Exit mobile version