Site icon Jamuna Television

‘জাতীয় নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে’

খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যানকারীদের জাতীয় নির্বাচনেও জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া তাদের আর কোন গতি নেই।

রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পর্যবেক্ষকসহ সবাই বলছে খুলনায় ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু হয়েছে। বলেন, নির্বাচনের ফল পক্ষে না এলে একটি দল নির্বাচন মানতে চায় না। বিএনপি চেয়ারপারসনের জামিন আদালতের এখতিয়ার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থানের কোন পরিবর্তন হবে না।

Exit mobile version