Site icon Jamuna Television

কনটেইনার ডিপোতে আগুন: স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে তামিমের অনুরোধ

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ ওপেনার লেখেন, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান। আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন।মানুষ মানুষের জন্য।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনের বিস্তারিত জানতে পড়ুন: চট্টগ্রামে কনটেইনার ডিপোতে আগুন: মৃত্যু ৪, আহত অন্তত দুই শতাধিক

/এমএন

Exit mobile version